টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রের সময় বই দেখে উত্তর লেখার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার নারান্দিয়া তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুলে (ভোকেশনাল) এ অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কিছু শিক্ষার্থী শিক্ষকদের সহায়তায় পরীক্ষার হলে বই ব্যবহার করেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে viral হওয়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত জানান, "আজ সকালে আমরা ঘটনাটি জানতে পেরেছি। বাংলা প্রথমপত্রের পরীক্ষায় এমন অনিয়ম ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি যাচাই করতে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। যেসব শিক্ষক গত পরীক্ষায় দায়িত্বে ছিলেন, তারা আর এসএসসি পরীক্ষায় ডিউটি করতে পারবেন না।"
তিনি আরও বলেন, "আজকের পরীক্ষায় ওই শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয়নি। আমরা একটি তদন্ত কমিটি গঠন করব। তাদের রিপোর্ট পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনায় স্থানীয় শিক্ষা প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: