গাজীপুরের শ্রীপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পোশাক শিল্পের শ্রমিকদের ২২টি বাসস্থান সম্পূর্ণ পুড়ে গেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শ্রীপুর পৌরসভার বেড়াইদচোলা (দোখলা) এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী শাকিল বেপারীর ভাড়া বাসায় থাকতেন আশপাশের বিভিন্ন গার্মেন্টস কারখানার শ্রমিকরা। অগ্নিকাণ্ডের সময় অধিকাংশ ভাড়াটিয়া তাদের কর্মস্থলে থাকায় ঘরগুলো তালাবদ্ধ অবস্থায় ছিল। ফলে কেউই নিজেদের মালামাল বের করতে পারেননি।
এলাকাবাসী জানান, আগুনের সংবাদ পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে শ্রমিকদের সমস্ত গৃহস্থালি সামগ্রী, জামাকাপড় এবং সঞ্চিত টাকা-পয়সা পুড়ে ছাই হয়ে যায়।
এক ভাড়াটিয়া শামীম ইসলাম বলেন, "আমরা দুইজন এক কক্ষে থাকতাম। কারখানায় কাজ করার সময়ই আগুন লাগার খবর পাই। ফিরে এসে দেখি আমাদের ঘরসহ পুরো বাড়িটি আগুনে ভস্মীভূত হচ্ছে। কিছুই বাঁচাতে পারিনি।"
শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মাহমুদুল হাসান জানান, দুটি ফায়ার ইউনিটের প্রচেষ্টায় কোনো প্রাণহানি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরই নিশ্চিতভাবে জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য জরুরি সহায়তার ব্যবস্থা করছে বলে জানা গেছে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: