[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

জুলাই-আগস্ট শহীদ পরিবারের মাঝে জামায়াতের নগদ সহায়তা, গণহত্যার বিচার দাবি

আসাদুল্লাহ

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫, ১৭:০৩
আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৭:০৪

সংগৃহিত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে’ শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে।

শনিবার (১৯ এপ্রিল) ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আয়োজিত এক অনুষ্ঠানে ২১টি শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় ১৫টি পরিবারকে দ্বিতীয় কিস্তিতে ১ লাখ টাকা করে এবং নতুন ৬টি পরিবারকে ২ লাখ টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, "নির্বাচনের আগে গণহত্যার বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার সম্পন্ন করাই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। সরকার তা পালনে ব্যর্থ হলে আবারো ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে।"

তিনি আরও বলেন, "জামায়াতে ইসলামী শহীদ ও আহতদের দলীয় সম্পদে রূপ দেয়নি, দিবেও না। তাদের জাতীয় বীর হিসেবে সম্মান করে পুনর্বাসনের কাজ করছে এবং তা অব্যাহত থাকবে।"

নূরুল ইসলাম বুলবুল দাবি করেন, জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে জামায়াত দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করেছে। দলের আমীর বিদেশে ব্যক্তিগত সফরে থাকলেও আন্দোলনের সমর্থনে দেশে ফিরে আসেন এবং নেতাকর্মীদের পূর্ণ সহযোগিতার নির্দেশ দেন। এই সময়ে বিনামূল্যে ১০টি অ্যাম্বুলেন্স ও আহতদের চিকিৎসা সেবাও দেওয়া হয়।

সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আব্দুস সবুর ফকির, নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন, সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা আওয়ামী লীগকে 'গণহত্যার দায়ী' আখ্যা দিয়ে বলেন, দলটি কখনো জনগণের সরকার ছিল না, বরং ‘ভারতের তাঁবেদার’ হিসেবে কাজ করেছে।

জামায়াত নেতৃবৃন্দ ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে বলেন, সব ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য তারা জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে এবং শহীদ পরিবারের পাশে থেকে জাতির প্রতি দায়িত্ব পালন করে যাবে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর