[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদাবাজি আটক: ২

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ১১:৩৮

আটক হওয়া দুই ব্যাক্তি/সংগৃহিত ছবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) সেজে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা একটি স্বর্ণের দোকানে তল্লাশি চালানোর চেষ্টা করে এবং চাঁদা দাবি করেছিল বলে অভিযোগ রয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে পাঁচবিবির আওলাই ইউনিয়নের চাঁনপাড়া বাজারের তানিশা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকান থেকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁ জেলার আত্রাই উপজেলার কালিকাপুর গ্রামের সাগর আহমেদ (৩০) এবং নওগাঁ সদর উপজেলার ইমরান হোসেন (২৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তারা দোকানে গিয়ে নিজেদের ডিবি পুলিশ হিসেবে পরিচয় দেয়। তারা দোকানে অবৈধ স্বর্ণের বার আছে বলে দাবি করে তল্লাশি শুরু করে এবং চাঁদা দাবি করে। এতে সন্দিহান হয়ে দোকানের মালিক তাপস পাল ও স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে এবং তাদের মোটরসাইকেল জব্দ করে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, ভুয়া ডিবি পুলিশ সেজে চাঁদা আদায়ের চেষ্টাকারী দুজনকে আইনের আওতায় আনা হয়েছে। বর্তমানে তারা জেলা ডিবি পুলিশের হেফাজতে রয়েছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর