[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

ছয় দফা দাবি আদায়ে পলিটেকনিক শিক্ষার্থীদের আল্টিমেটাম, ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত না এলে 'লং মার্চ টু ঢাকা'

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ১৫:০২

ফাইল ছবি

ছয় দফা দাবি পূরণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি মানা না হলে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রোববার (২০ এপ্রিল) দুপুর একটার দিকে আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে আয়োজিত জেলা ভিত্তিক মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেন আন্দোলনকারী জোট ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রতিনিধিরা।

ছয় দফা দাবিগুলোর মধ্যে রয়েছে:

১. ডিপ্লোমা কোর্সের মানোন্নয়ন,
২. উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা শিক্ষার্থীদের অগ্রাধিকার নিশ্চিত,
৩. অবৈধ নিয়োগ বাতিল,
৪. কারিগরি শিক্ষা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট পেশাজীবীদের নিয়োগ,
৫. স্বতন্ত্র কারিগরি শিক্ষা মন্ত্রণালয় গঠন,
৬. উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন।

মহাসমাবেশে বক্তারা বলেন, কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং ছয় দফা দাবি আদায়ে তাঁরা রাজপথে নেমেছেন। এর আগে শনিবার ‘রাইজ ইন রেড’ কর্মসূচির মাধ্যমে আন্দোলনের তীব্রতা বাড়িয়ে তোলা হয়।

গত বুধবার থেকে আন্দোলনে নামে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সেইদিন তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করেন তারা। বৃহস্পতিবার রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দিলেও পরে সচিবালয়ে বৈঠকের কারণে তা শিথিল করা হয়। তবে অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠক শেষে শিক্ষার্থীরা আলোচনায় অসন্তোষ প্রকাশ করেন।

শুক্রবার বিকেলে শিক্ষার্থীরা ‘কাফনের কাপড়’ পরে মিছিল করেন, যা আন্দোলনে এক নতুন মাত্রা যোগ করে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচিতে যাবে তারা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর