[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই ছাত্রদল পরিচালিত হবে -নাছির উদ্দীন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ১৯:২১

সংগৃহিত ছবি

সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিচালিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

রোববার (২০ এপ্রিল) পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমাদের নির্দেশনা দিয়েছেন যে, ছাত্রদল পরিচালিত হবে সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে। এটা একটি ইতিবাচক পরিবর্তনের অংশ।”

সরকারপন্থী ছাত্র সংগঠনগুলোর সমালোচনা করে নাছির উদ্দীন বলেন, “আপনারা দেখেছেন খুনি সংগঠন ছাত্রলীগ। সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ হওয়া এই সংগঠন শিক্ষাঙ্গনে ভয়াবহ সন্ত্রাস চালিয়েছে। নারী নিপীড়নের ঘটনাগুলো রাজনীতিতে নারীদের অংশগ্রহণকে কঠিন করে তুলেছে। এর বিপরীতে আমরা ইতিবাচক, অংশগ্রহণমূলক এবং শিক্ষাবান্ধব রাজনীতির প্রচেষ্টা চালাচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন, সুলতান আহমেদ রাহী, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার মাহমুদুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক, পাবনা জেলা ছাত্রদলসহ অন্যান্য নেতৃবৃন্দ

সম্মেলনের জন্য ২২০০টি ভোটার ফরম বিতরণ করা হয়। এর মধ্যে ২০০২ জনকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন পর্যন্ত ১৩৩১ জন ভোট দিয়েছেন বলে জানা গেছে।

এই সম্মেলনে সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

 

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর