[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

রাজশাহীতে শহীদ আলী রায়হানের জানাযায় জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৪, ০০:১২
আপডেট: ১০ আগষ্ট ২০২৪ ০০:০৮

ছবি-সংগ্রহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হয়েছেন রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবিরের সাংগাঠনিক সম্পাদক আলী রায়হান।

গত ৫ আগষ্ঠ শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শরীক হন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের দায়িত্বশীল আলী রায়হান। আন্দোলনরত অবস্থায় সরাসরি পুলিশের গুলিতে আহত হন তিনি। তার সঙ্গীদের সাথে কথা বলে জানা যায়, চোখের উপরে মাথায় গুলিবিদ্ধ হওয়ায় তাৎক্ষনিক লুটিয়ে পড়েন রাস্তায়। এরপর জটিল অপারেশন শেষে আইসিইউতে জীবন-মৃত্যু্র সন্ধীক্ষণে সময় পার করছিলেন তিনি।

এ অবস্থার প্রেক্ষিতে গতকাল সন্ধায় তিনি মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক। তিনি ছিলেন রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। তাই রাজশাহী কলেজ মাঠেই শুক্রবার বাদ জুম’আ তার প্রথম জানাযা জামায়াতের আমীর ডা: শফিকুর রহমানের ইমামতিতে সম্পন্ন হয়েছে।

 

আলী রায়হানের জানাজায় হাজারো মানুষের ঢল দেখা গিয়েছে। বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রধান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রথম জানাযার নামাজ শেষে মৃতদেহ পুঠিয়ায় শহীদের নিজগ্রামে প্রেরণ করা হয়।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর