শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি করেন তিনি।
বিশেষ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি করেছে জাগপা।
গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় এ দাবি করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান।
সভার শুরুতেই ছাত্র জনতার গণ-আন্দোলনের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়ে খন্দকার লুৎফর রহমান বলেন, দেশ আজ ১৫ বছরের কতৃত্ববাদী স্বৈরশাসনের অবসান হয়েছে। অবৈধ স্বৈরাচারী সরকার বিগত ১৫ বছর এ দেশে শত সহস্র বিরোধী মতের লোকদের গুম খুন করেছে। দেশ থেকে কয়েক লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে ফোকলা বানিয়ে শেখ হাসিনা পালিয়েছে। শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি করেন তিনি।
জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান আরোও বলেন, হাসিনা পালিয়ে গেলেও চক্রান্তকারীরা বসে নেই। দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। ইতোমধ্যে তার প্রমাণ গোপালগঞ্জে দেশপ্রেমিক সেনাবাহিনীর ওপর হামলা এবং সারা দেশে সংখালঘু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা ও লুটপাট করছে।
সভায় আরো উপস্থিত ছিলেন, জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, আমিনুল ইসলাম বকুল, এম এ ওহাব, ঢাকা মহানগরের সভাপতি মহম্মদ হোসেন মোবারক, পরিবেশবিদ জহুর ইসলাম, যুবনেতা আমীর হোসেন আমু, এম এ শান্ত প্রমুখ। বিজ্ঞপ্তি।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: