[email protected] বুধবার, ২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

রাসিকের সহকারী প্রকৌশলী প্রভাত কৃষ্ণ সরকারের বিদায় সংবর্ধনা

মো: ইয়াজ উদ্দীন আহম্মেদ

প্রকাশিত: ১ জুলাই ২০২৫, ১৮:০৭

ছবিঃ আলোকিত গৌড়

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পরিকল্পনা শাখার সহকারী প্রকৌশলী প্রভাত কৃষ্ণ সরকারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাসিকের সচিব মোছাঃ রুমানা আফরোজ। সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ।

বক্তব্য দেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম. আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, বাজেট ও হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, গবেষণা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান, সহকারী প্রকৌশলী সজিবুর রহমান, রাজস্ব কর্মকর্তা সারওয়ার হোসেন, প্রধান কর নির্ধারক গোলাম রাব্বানী, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ঈশা এবং উপসহকারী প্রকৌশলী সানারুল ইসলাম।

বক্তারা বিদায়ী সহকারী প্রকৌশলী প্রভাত কৃষ্ণ সরকারের কর্মময় জীবন ও সিটি কর্পোরেশনে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে প্রকৌশল বিভাগের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকারসহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর