[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

১০৯টি গেট খুলে দেয়ার পর বাংলাদেশে বন্যার কোনো প্রভাব পড়েনি।

ফারাক্কা বাঁধ খুললেও পদ্মায় বাড়েনি পানি, বন্যার আশঙ্কা নেই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৪, ২২:১২

ফারাক্কা বাঁধ খুলে দেয়ার প্রভাব নিয়ে যা জানাল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ছবি- সংগৃহীত

গঙ্গা নদীর বাংলাদেশ অংশে চাপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার পানি বেড়েছে। কিন্তু এই বৃদ্ধিতে শঙ্কার কোনো কারণ নেই।

ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দেয়ার পর বাংলাদেশে তার কোনো প্রভাব পড়েনি।

আজ মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বিবিসি বাংলাকে এ কথা জানান।

তিনি বলেন, গঙ্গা নদীর বাংলাদেশ অংশে চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার পানি বেড়েছে। কিন্তু এই বৃদ্ধিতে শঙ্কার কোনো কারণ নেই।

‘গঙ্গার উজানের বিভিন্ন পয়েন্টে পানি স্থিতিশীল পর্যায়ে আছে। গঙ্গা নদীর একদম উজান থেকে আমাদের দেশে পানি আসতে মোটামুটি তিন দিন হলেও সময় লাগে। এক্ষেত্রে পানির বৃদ্ধি বা হ্রাস, যেটাই হোক, সেটি খুব উল্লেখযোগ্য পরিমাণে হওয়ার সম্ভাবনা কম।’

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর