[email protected] বৃহঃস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২

এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে

গোপালগঞ্জে পুলিশ গাড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ১০:৩৬

সংগৃহিত ছবি

গোপালগঞ্জ সদরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই মাসজুড়ে আয়োজিত পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে।

আজ বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার উলপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী পুলিশের একটি গাড়িতে আগুন দেয় ও ভাঙচুর চালায়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের অংশগ্রহণে আজ গোপালগঞ্জ পৌর পার্ক থেকে একটি পদযাত্রা শুরু হওয়ার কথা ছিল। এই পদযাত্রা বানচালের উদ্দেশ্যে স্থানীয় ছাত্রলীগ নেতা আতাউর রহমান পিয়ালের অনুসারীরা পুলিশ গাড়িতে হামলা চালায়।

ওসি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তদন্ত ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বাড়ছে। কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে বলে জানানো হয়েছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর