[email protected] শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২

রাজবাড়ীতে এনসিপির মঞ্চে তাসনিম জারা, ‘ভাবি ভাবি’ স্লোগান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ২২:২১

রাজবাড়ীতে এনসিপির সমাবেশে বক্তব্য দেন দলটির যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা (সংগৃহিত ছবি)

রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই’ শীর্ষক পদযাত্রার পথসভা। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে জেলা শহরের রেলগেট এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তৃতা দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি রাজবাড়ীর পুত্রবধূ ও দলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর স্ত্রী। বক্তৃতার আগে দলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ‘ভাবি ভাবি’ স্লোগানের মধ্যে দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “আমাদের সেরা কোনো ভাবি আছে? অক্সফোর্ডের কোনো ভাবি আছে? মেডিকেলের কোনো ভাবি আছে? সেই ভাবি, জোরে বলো, আরও জোরে, সবার সেরা রাজবাড়ীর জারা ভাবি!”

বক্তব্যে ডা. তাসনিম জারা বলেন,
“আমি রাজবাড়ীর পুত্রবধূ। সে সুবাদে আমার এখানে নিয়মিত আসা-যাওয়া আছে। রাজবাড়ী ভালো মানুষের এলাকা হলেও এখানকার মানুষ স্বাস্থ্যসেবায় চরমভাবে বঞ্চিত। সদর হাসপাতালে আমি নিজে গিয়ে দেখেছি—ভোগান্তি কতটা। পর্যাপ্ত ডাক্তার নেই, অব্যবস্থাপনা চরম। প্রেসক্রিপশনে ৫টি ওষুধ লিখলে ৩টি বাইরের দোকান থেকে কিনতে হয়। দুপুরের পর আর কোনো টেস্ট হয় না—বাইরে গিয়ে বেশি টাকায় করাতে হয়।”

তিনি আরও বলেন, “স্ট্রোক বা দুর্ঘটনায় কেউ আক্রান্ত হলে এখানে চিকিৎসা মেলে না। ফ‌রিদপুর বা ঢাকায় নিতে সময় লাগে—রোগী অনেক সময় রাস্তাতেই মারা যায়। আমরা এমন স্বাস্থ্যব্যবস্থা চাই না। আমরা চাই এমন ব্যবস্থা, যেখানে অ্যাম্বুলেন্সেই চিকিৎসা শুরু হবে, হাসপাতালে পৌঁছানোর আগেই প্রাথমিক সেবা মিলবে। চিকিৎসার অভাবে আর কেউ মারা যাবে না।”

পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। প্রধান অতিথি ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে পদযাত্রায় অংশ নিতে বীর যোদ্ধাদের গাড়িবহর বড়পুল এলাকায় পৌঁছালে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। সেখান থেকে পদযাত্রা করে রেলগেট এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর