এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, “এনসিপি হঠাৎ করে সারাদেশে জনসংযোগ কর্মসূচির মধ্যে একদিনের ব্যবধানে গোপালগঞ্জ মার্চের ঘোষণা দেয়। এটি খতিয়ে দেখা প্রয়োজন। কীভাবে তারা গোপালগঞ্জে গেল, কীভাবে বেরিয়ে এল—তা নিয়ে প্রশ্ন আছে।”
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন মাঠে জেলা বিএনপির আয়োজিত ‘জুলাই-আগস্ট অভ্যুত্থান’ স্মরণ সভায় এসব মন্তব্য করেন তিনি।
মুজিববাদ প্রসঙ্গে এ্যানি বলেন, “মুজিববাদের কবর গোপালগঞ্জে গিয়ে দিতে হবে না। মুজিববাদের কবর মুজিববাদই দিয়েছে। ৭২ থেকে ৭৫ পর্যন্ত এবং গত ১৭ বছর শেখ হাসিনার শাসনেই মুজিববাদের কবর রচিত হয়েছে। আমাদের আন্দোলনের মাধ্যমেই মুজিববাদের পরিসমাপ্তি ঘটেছে।”
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার ও রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী প্রমুখ।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: