[email protected] রবিবার, ২০ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

মসজিদ কমিটির সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা: ধর্ম উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫, ২১:৩৯

সংগৃহিত ছবি

এখন থেকে দেশের মসজিদ কমিটিগুলোর সভাপতির দায়িত্ব পালন করবেন প্রশাসনের কর্মকর্তারা—এ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে খুলনার নুরনগরস্থ মেট্রোপলিটন মডেল মসজিদে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে তিনি এ কথা জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, “মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা খুব দ্রুত গেজেট আকারে প্রকাশিত হবে। এরপর থেকে দেশের সব মসজিদ কমিটির সভাপতি হবেন সংশ্লিষ্ট এলাকার প্রশাসনের কর্মকর্তা।”

তিনি আরও জানান, “সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদের মধ্যে ৩৫০টির নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি মসজিদগুলো নির্মাণাধীন। এই মসজিদগুলো শুধু ধর্মীয় উপাসনালয় নয়, বরং সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সংহতি ও নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে কার্যকর ভূমিকা রাখবে। মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠবে ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ।”

ড. খালিদ হোসেন আরও বলেন, “নীতিমালার আওতায় ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের চাকরি নিরাপদ থাকবে এবং তারা নির্ধারিত হারে মাসিক বেতন পাবেন। গত বছর তাদের আর্থিক সহায়তা হিসেবে সরকার প্রায় চার কোটি টাকা অনুদান দিয়েছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল এবং ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরের সদস্য মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর