[email protected] রবিবার, ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২

জামায়াতের জন্মদাতা জিয়াউর রহমান: বিএনপি নেতার বক্তব্য ভাইরাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই ২০২৫, ১৯:২৬

সংগৃহিত ছবি

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে জামায়াতে ইসলামীর "জন্মদাতা" বলে মন্তব্য করেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা। তার এই বক্তব্যের ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার দেড়কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুন্সিরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ভাইরাল হওয়া ভিডিওতে কামরুল হুদাকে বলতে শোনা যায়, “জামায়াতকে রাজনীতি করার সুযোগ কে দিয়েছে? বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামায়াতে ইসলামের জন্মদাতা। সে জন্মদাতার সঙ্গে তারা (জামায়াত) বেইমানি করেছে। জন্মদাতার ছবি রাস্তায় ফেলে পদদলিত করছে। জামায়াতের অঙ্গসংগঠন শিবিরের ছেলেরা আমার নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে। তারেক রহমানকে নিয়ে স্লোগান দিচ্ছে। জিয়াউর রহমানের ছবি পদদলিত করছে। এদেরকে আমরা ভোট দিতে পারি না। এরা ধর্মের কথা বলে, বেহেশতের সার্টিফিকেট বিক্রি করে। সাবধান হোন এদের থেকে।”

এ বিষয়ে জানতে চাইলে কামরুল হুদা বলেন, “জামায়াতকে নতুনভাবে জীবন দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি আমার বক্তব্যে সেটাই বলেছি।”

এর আগে, চলতি বছরের ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শোভাযাত্রা ও সমাবেশে তিনি বলেছিলেন, “প্রতিদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত। এটা আমি বিশ্বাস করি। কারণ, তিনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি।” তার সে মন্তব্যও সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি করেছিল।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর