রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের দেখতে সোমবার (২১ জুলাই) উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াত আমিরের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি জানান। স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান লেখেন, “উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনাকবলিত ছাত্র-ছাত্রীদের দেখতে গিয়েছিলাম। আমার সঙ্গে কেউ কোনো অসৌজন্যমূলক আচরণ করেনি।”
তিনি আরও বলেন, “স্বাভাবিকভাবে মানুষের অতিরিক্ত ভিড়ের কারণে হাসপাতাল কর্তৃপক্ষ ও মেডিকেল কলেজ সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করেছেন। তারপরও তারা আমাকে যথাযথ সম্মান দেখিয়ে রোগীদের দেখতে সহযোগিতা করেছেন।”
দোয়া ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “মহান রবের দরবারে সকল আহতদের আশু সুস্থতা কামনা করছি এবং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে প্রচারিত কোনো বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক করে বলেন, “যদি কেউ এ সংক্রান্ত কোনো বিভ্রান্তিকর খবর ছড়িয়ে থাকে, তবে তা সত্য নয়।”
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: