[email protected] শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
২৪ শ্রাবণ ১৪৩২

ঢাবির ১৮টি হলে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, পদ পেয়েছেন ৫৯৩ জন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ আগষ্ট ২০২৫, ১৪:০৩

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হল শাখাসমূহের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ১৮টি হলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে সংগঠনটি। শুক্রবার (৮ আগস্ট) ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিগুলো অনুমোদন করেছেন ঢাবি ছাত্রদল শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট ৫৯৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন হল কমিটিতে পদ দেওয়া হয়েছে। প্রতিটি হলে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের সদস্যদের নিয়ে গঠিত হয়েছে আহ্বায়ক কমিটি।

কমিটিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল:

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল – ৫১ সদস্য: আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম

কবি জসীমউদ্দীন হল – ৪৩ সদস্য: আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম

মাস্টারদা সূর্যসেন হল – ৪৭ সদস্য: আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত

বিজয় একাত্তর হল – ৫৪ সদস্য: আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ

শেখ মুজিবুর রহমান হল – ৫৪ সদস্য: আহ্বায়ক সাঈফ আল ইসলাম দীপ

হাজী মুহম্মদ মুহসীন হল – ৬১ সদস্য: আহ্বায়ক আবু জার গিফারী ইফাত

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল – ৫৬ সদস্য: আহ্বায়ক হাসিবুর রহমান আসিফ

সলিমুল্লাহ মুসলিম হল – ১৮ সদস্য: আহ্বায়ক তাওহিদুল ইসলাম (তাইমুন)

স্যার এ এফ রহমান হল – ৩৯ সদস্য: আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন

জগন্নাথ হল – ৩৪ সদস্য: আহ্বায়ক মধুসূদন কুন্ডু হৃষীকেশ

ড. মুহম্মদ শহীদুল্লাহ হল – ৪৮ সদস্য: আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত

ফজলুল হক মুসলিম হল – ৩৬ সদস্য: আহ্বায়ক মো. আবিদ হাসনাত

অমর একুশে হল – ২৫ সদস্য: আহ্বায়ক মো. আসাদুল হক আসাদ

রোকেয়া হল – ৮ সদস্য: আহ্বায়ক মোছা. শ্রাবণী আক্তার

শামসুন নাহার হল – ৫ সদস্য: আহ্বায়ক তায়েবা হাসান বিথী

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল – ৪ সদস্য: আহ্বায়ক মালিহা বিনতে খান

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল – ৩ সদস্য: আহ্বায়ক নওশিন নাহার অথি

কবি সুফিয়া কামাল হল – ৭ সদস্য: আহ্বায়ক তাওহিদা সুলতানা

এ নিয়ে ছাত্রদল সংশ্লিষ্ট মহলে নতুন নেতৃত্ব ও সংগঠন গতিশীল হওয়ার প্রত্যাশা জোরদার হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর