[email protected] শনিবার, ৯ আগস্ট ২০২৫
২৪ শ্রাবণ ১৪৩২

রাবি সায়েন্স ক্লাবের এক দশক পূর্তি পুনর্মিলনী অনুষ্ঠিত

আবু বকর সৈকত

প্রকাশিত: ৮ আগষ্ট ২০২৫, ২২:২৬

ছবিঃ আলোকিত গৌড়

বিজ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের  (RUSC) এক দশক পূর্তি এবং দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠান করা হয়েছে। প্রতিষ্ঠার এক দশক পূর্তি উপলক্ষ্যে (৭ ও ৮ আগস্ট) তারিখে রাবি ক্যাম্পাসে দুইদিনব্যাপী আয়োজিত হয়েছে, “RUSC 10th Anniversary Celebration and 2nd Alumni Reunion।"

৭ আগস্ট দুপুর ২টায় ক্লাব অফিসের সামনে কেক কেটে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. মাঈন উদ্দীন। “In Science We Trust” এই মূলমন্ত্রকে ধারণ করে ২০১৫ সালের ১৭ জানুয়ারি কিছু বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীর উদ্যোগে সম্পুর্ণ অরাজনৈতিক ও অলাভজনক বিজ্ঞানভিত্তিক এই প্ল্যাটফর্মের প্রতিষ্ঠা হয়।

উদ্বোধনী বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাঈন উদ্দীন ক্লাবের এক দশকের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিজ্ঞানভিত্তিক ছাত্র সংগঠন হিসেবে রাবি সায়েন্স ক্লাব আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম, উপ-উপাচার্য ফরিদ উদ্দীন (শিক্ষা), অধ্যাপক ড. মো আব্দুর রাজ্জাক সরকার, ক্লাবের আহ্বায়ক ও প্রতিষ্ঠাকালীন সভাপতি জহুরুল ইসলাম মুন, এবং আজীবন ও স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এসময় ক্লাবের সদস্যদের অংশগ্রহণে ক্যাম্পাসের অভ্যান্তরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও ফান সেগমেন্ট অনুষ্ঠিত হয়, যেখানে ক্লাব সাবেক ও বর্তমান সদস্যগণ অংশগ্রহন করেন। দিনশেষে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ক্লাবের আয়োজনে সাবেক ও বর্তমান সদস্যগণ রাজশাহী ভ্রমণ করেন। এদিন টিএসসিসিতে উক্ত অনুষ্ঠানে ক্লাবের সাংস্কৃতিক আয়োজন হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকিব। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম, উপ-উপাচার্য ফরিদ উদ্দীন (শিক্ষা), অধ্যাপক ড. মো আব্দুর রাজ্জাক সরকার, ক্লাবের আহ্বায়ক ও প্রতিষ্ঠাকালীন সভাপতি জহুরুল ইসলাম মুন, এবং আজীবন ও স্থায়ী কমিটির সদস্যবৃন্দ  এবং ক্লাবের বর্তমান সদস্যগণ।

দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয় পুনর্মিলনী উপলক্ষ্যে আয়োজিত এই আয়োজনের গোল্ড পার্টনার হিসেবে সহযোগিতায় ছিল REVOO এবং সাপোর্টিং পার্টনার হিসেবে ছিল Nabil Group of Industries.

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তাধারা ও নেতৃত্ব বিকাশে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর