[email protected] বুধবার, ১৩ আগস্ট ২০২৫
২৯ শ্রাবণ ১৪৩২

রাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা ইসলামী ছাত্র আন্দোলনের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৫, ২০:১০

সংগৃহিত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে রাকসু প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ফয়জুল ইসলাম।

ঘোষিত প্যানেলে ভিপি (সহসভাপতি) পদে মনোনীত হয়েছেন ইসলামী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহবুব আলম। জিএস (সাধারণ সম্পাদক) পদে রয়েছেন সহ-সভাপতি শরিফুল ইসলাম এবং এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে মনোনয়ন পেয়েছেন সাধারণ সম্পাদক পারভেজ আকন্দ।

প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন জাহিদুল হাসান শরীফ, আহসানুল ইসলাম শাওন, মাহবুব আলম, কাজিউল ইসলাম ও হাবিবুর রহমান।

সংবাদ সম্মেলনে মুহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, “প্রস্তুতির অংশ হিসেবে আমরা প্যানেল ঘোষণা করেছি। তবে জুলাইয়ের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধভাবেও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে উন্মুক্ত আলোচনা চালিয়ে যেতে আগ্রহী।”

বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ভিপি প্রার্থী মাহবুব আলম বলেন, “রাকসু নির্বাচন হলে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিত্ব ফিরে পাবে। দীর্ঘদিনের নেতৃত্বশূন্যতার অবসান ঘটবে।” তিনি আরও বলেন, “নির্বাচনকে পেশিশক্তিমুক্ত, স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে ভোটকেন্দ্র হলে না রেখে একাডেমিক ভবনে স্থাপনের দাবি জানাচ্ছি।”

রাকসু নির্বাচনকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন ছাত্রসংগঠন ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর