ছাত্রলীগের মতো ছাত্রশিবিরও বর্তমানে গুপ্ত রাজনীতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো দখলে নিচ্ছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এদিন ছাত্রদলের একটি ১৩ সদস্যের প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে। এতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ, ডাকসু কেন্দ্রিক রাজনীতি এবং ছাত্র রাজনীতির ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে রাকিব বলেন, “ছাত্রলীগ যেভাবে হলগুলো দখল করেছিল, শিবিরও এখন গুপ্ত রাজনীতির মাধ্যমে হলের বিভিন্ন সামাজিক সংগঠন দখল করে নিচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি।”
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন গুপ্ত ছাত্র রাজনীতির বিষয়ে অনীহা প্রকাশ করেছে এবং এটি বন্ধে পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দিয়েছে।
“আমরা সচেতন ছাত্র সংগঠন হিসেবে সবসময় প্রশাসনের পাশে থাকব,”—যোগ করেন রাকিব।
এ সময় তিনি অভিযোগ করেন, ছাত্রদলকে নিয়ে ঢাবি শিক্ষার্থী সংসদ-১ ফেসবুক গ্রুপে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে এবং এ গ্রুপের অ্যাডমিন, ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত জুলিয়াস সিজার তালুকদার, হল কমিটি ঘোষণার সময় যে ‘মব’ তৈরি হয়েছিল তার নেতৃত্ব দিয়েছেন।
ছাত্রদল সভাপতি আরও বলেন, “আমরা সোশ্যাল মিডিয়া ট্রায়াল ও ক্যাম্পাসে মব সৃষ্টির শিকার। প্রশাসনকে অনুরোধ করেছি, কারা ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি, সাইবার বুলিং ও অপসংস্কৃতি ছড়াচ্ছে—তা তদন্ত করে ব্যবস্থা নিতে।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, “আগামী শনিবারের মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা আপডেট পাবো—গুপ্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ, হলে ছাত্র রাজনীতির কাঠামো পুনর্গঠন ও ছাত্রলীগের সন্ত্রাসীদের বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।”
সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিশ্চিত করেন, “আমাদের গঠিত হল কমিটিগুলো যথারীতি বহাল থাকবে।”
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: