[email protected] শনিবার, ১৬ আগস্ট ২০২৫
৩১ শ্রাবণ ১৪৩২

চলমান শিক্ষাব্যবস্থা আমাদের জাতিসত্তার সঙ্গে যায় না: শিবির সভাপতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৫, ২৩:০২

সংগৃহিত ছবি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বর্তমান ফ্যাসিস্ট শাসনামলে শিক্ষাব্যবস্থার নামে এমন বিষয় শেখানো হচ্ছে, যা দেশের জাতিসত্তার সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, একটি জাতির আত্মমর্যাদা গড়ে ওঠে শিক্ষার ভিত্তির উপর। অথচ বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থায় এমন সব উপাদান রয়েছে, যা আমাদের জাতীয় পরিচয় ও সংস্কৃতিকে যথাযথভাবে প্রতিফলিত করে না।

শুক্রবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘শিক্ষা সংস্কার প্রেক্ষিত: জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ড. হাফিজুর রহমান।

জাহিদুল ইসলাম বলেন, ইংরেজ আমলে প্রণীত শিক্ষানীতি এমনভাবে তৈরি হয়েছিল যে, সেই শিক্ষায় শিক্ষিত হয়েও একটি কেরানির চাকরি পাওয়া ছিল কঠিন। স্বাধীনতার পরও পাকিস্তান আমলে শিক্ষানীতির উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। এখনো শিক্ষার নামে এমন অনেক কিছু শেখানো হচ্ছে, যা জাতীয় চেতনার সঙ্গে যায় না। সেখান থেকে বের হয়ে এসে আমাদের প্রয়োজন একটি নৈতিক, আধুনিক ও আত্মমর্যাদাসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা।

তিনি আরও বলেন, আমাদের সংবিধানে যেসব মূলনীতির কথা বলা হয়েছে, সেগুলো একে অপরের সঙ্গে সাংঘর্ষিক। এতে কোনো জাতীয় ঐকমত্য সৃষ্টি সম্ভব নয়। ইসলামী ছাত্রশিবির ইতোমধ্যে ৩০ দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেছে। এসব প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমেই “জুলাই আকাঙ্ক্ষা” সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সেইসঙ্গে তিনি শহীদ আব্দুল মালেকের আদর্শ অনুসরণ করে নৈতিক শিক্ষানীতি গঠনের আহ্বান জানান।

সেমিনারে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুর রব বলেন, বিশ্ববিদ্যালয় হবে এমন একটি জায়গা যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, জ্ঞানের মুক্ত চর্চা হবে এবং রাজনীতি হবে সহাবস্থানের ভিত্তিতে, জিঘাংসার নয়।

অনুষ্ঠানে শহীদ আব্দুল মালেকের লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মু শফিকুল ইসলাম মাসুদ, ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ, প্রচার সম্পাদক মো. সাজ্জাদ হোসাইন খানসহ কেন্দ্রীয় ও শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর