রাজশাহী নগরীর কাঁদিরগঞ্জ এলাকায় ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার সকাল থেকে ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল ওই কোচিং সেন্টার ঘিরে অভিযান পরিচালনা করে।
অভিযানে উদ্ধার করা হয়েছে বিদেশি এয়ারগান, একটি রিভলভার, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, জিপিএস ডিভাইস, সিমকার্ড, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, কম্পিউটার ও মনিটরসহ আধুনিক ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং ৩৫ বোতল বিদেশি মদ। এছাড়াও বিস্ফোরক তৈরির নানা ধরনের সরঞ্জামও উদ্ধার করা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
উল্লেখ্য, ‘ডক্টর ইংলিশ’ কোচিং সেন্টারটির মালিক মুনতাসিরুল অনিন্দ্য। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। সম্প্রতি রাজশাহীতে ছাত্র ও সাধারণ জনতার গণআন্দোলনের সময় আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীদের হামলায় দুজন নিহত হন। ওই সময় নগর ভবনে অস্ত্র মজুদের অভিযোগও উঠে আসে, যেখানে লিটন ও তার ঘনিষ্ঠদের সংশ্লিষ্টতার কথা বলা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউল ইসলাম জানিয়েছেন, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি পুলিশের কাছে হস্তান্তরের পর তদন্ত ও বিশ্লেষণের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: