[email protected] শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
২১ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে ছাত্রদল ভিপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৫, ১৭:৩১

সংগৃহিত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, তিনি আবাসিক হলের রিডিংরুমে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে করমর্দন, পরিচয় প্রদান ও দোয়া প্রার্থনা করে নির্বাচনী প্রচারণা চালান। নির্বাচনী বিধিমালা অনুযায়ী রিডিংরুম বা পাঠকক্ষে কোনো ধরনের প্রচারণা চালানো নিষিদ্ধ।

জাগো নিউজের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, আবিদুল ইসলাম পড়তে থাকা শিক্ষার্থীদের সঙ্গে করমর্দন ও কোলাকুলি করছেন এবং নিজের পরিচয় দিচ্ছেন।

ডাকসু ও হল সংসদ নির্বাচনী বিধিমালা ৬ (চ) ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে—পাঠদান ও অধ্যয়ন কার্যক্রম ব্যাহত হতে পারে এমন স্থানে (যেমন: শ্রেণিকক্ষ, পাঠকক্ষ, পরীক্ষার হল) কোনো সভা-সমাবেশ বা প্রচারণা চালানো যাবে না। এ বিধিমালা অনুযায়ী তিনি আচরণবিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে বিধিমালা ১৭ ধারা অনুযায়ী, আচরণবিধি লঙ্ঘনের দায়ে কোনো প্রার্থীকে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার বা অন্যান্য আইনি দণ্ড দেওয়া হতে পারে।

অভিযোগের বিষয়ে জানতে আবিদুল ইসলাম খানের মোবাইলে কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।

রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “কেউ যদি আমাদের কাছে লিখিত অভিযোগ করে, তাহলে আমরা তদন্ত সাপেক্ষে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর