ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, পূর্বঘোষিত শিডিউল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
উপাচার্য বলেন, “ডাকসু প্রসঙ্গে এখন পর্যন্ত ২টি রিট ও ২টি আইনি নোটিশ এসেছে। প্রতিটি ক্ষেত্রে আমাদের আইনজ্ঞ প্যানেলের মাধ্যমে আমরা বিষয়গুলো মোকাবিলা করেছি। একজন প্রার্থী আরেকজন প্রার্থীর প্রার্থিতা নিয়ে রিট করেছিলেন। সে বিষয়ে হাইকোর্ট ৩০ অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিত করেছিলেন। পরবর্তীতে চেম্বার জজ আদালতে নির্বাচন কমিশনের পরামর্শে আমরা আপিল করি এবং হাইকোর্টের আদেশ স্থগিত হয়।”
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের আইনি কাঠামো এখনো দুর্বল অবস্থায় থাকায় সিন্ডিকেট কর্তৃক পাস হওয়া ১২ সদস্যের আইনজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে। এই প্যানেলের সদস্য বিশিষ্ট আইনজীবী শিশির মনির হাইকোর্টে নির্বাচনের পক্ষে কাজ করেছেন।
নিয়াজ আহমেদ খান বলেন, “ডাকসু একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া। অনেক বাধা-বিপত্তি আসছে, তবে আশঙ্কার তুলনায় পরিস্থিতি ভালো আছে। মামলা-মোকদ্দমাগুলোও প্রক্রিয়ার অংশ।”
আইনগতভাবে আদালতের নির্বাচন স্থগিতের পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্পৃক্ততা রয়েছে—এমন বক্তব্য প্রসঙ্গে উপাচার্য বলেন, “এ ধরনের অবান্তর ও হালকা মন্তব্য অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করে। এই মুহূর্তে ঐক্য ধরে রাখা জরুরি, আমাদের মূল জায়গায় ফোকাস রাখতে হবে।”
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: