রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সার্বিক অবস্থা, রাকসু নির্বাচন, শিক্ষক নিয়োগ, ভর্তি কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ সম্মেলন করেন তারা । বিশেষ করে রাকসু নির্বাচন ও প্রশাসনের প্রতিশ্রুতি দেওয়া বিভিন্ন কার্যক্রম যথা সময়ে সম্পন্ন করা হবে বলে জানান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রফেসর ড. সালেহ হাসান নকীব বলেন , জুলাই বিপ্লবকালে স্থগিত হয়ে যাওয়া ক্লাস ও পরীক্ষা শুরু করা ছিল প্রথম কাজ। অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি কার্যক্রমও সম্পন্ন করা হয়েছে। এবার প্রথমবারের মতো ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহরে ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে, যাতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিড়ম্বনা কমে। দায়িত্ব গ্রহণের সময় বিশ্ববিদ্যালয়ে অভাবনীয় শূন্যতা বিরাজ করছিল। সংশ্লিষ্টদের সহযোগিতায় সে সংকট কাটিয়ে উঠে আমরা আজ একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছেছি।
তিনি আরও বলেন , দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন আয়োজন করা হচ্ছে। নির্বাচন বানচাল করার নানা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হলেও ধৈর্যের সাথে তা মোকাবিলা করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষক সংকট মোকাবিলায় স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করা হয়েছে। মানসম্মত গ্র্যাজুয়েট তৈরিতে প্রয়োজন যোগ্য শিক্ষক। এজন্য স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করা হয়েছে, যেখানে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হচ্ছে।” তিনি জোর দিয়ে বলেন, যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদ পূরণ না করার নীতি গ্রহণ করা হয়েছে।
রাবি অ্যালামনাই এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হওয়ায় তা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ।
সংবাদ সম্মেলনে তিনি দায়িত্বশীলভাবে মতপ্রকাশের আহ্বান জানিয়ে বলেন, “অসত্য, বানোয়াট ও বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।”
উল্লেখ্য যে, সংবাদ সম্মেলনে উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, প্রাধ্যক্ষসহ প্রশাসনিক কর্মকর্তা এবং প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: