রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র সংসদ নির্বাচনে (রাকসু) ছত্রদল হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ১ম পুর্নাঙ্গ প্যানেল ঘোষণা করেন। সোহরাওয়ার্দী হলের সভাপতি নাহিদুজ্জামান ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী (ভিপি) পদে লড়াই করবেন। একই হলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান(২০১৭-১৮)সেশনের শিক্ষার্থী(জি এস) পদে লড়বেন।
সোমবার (৬ই সেপ্টম্বর ) বিকাল ৫টায় শহীদ মিনারে লিখিত বক্তব্যের মাধ্যমে এ ঘোষনা দেন।
সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মাহিব আবসার, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ আলি আকন্দ, সহকারী সম্পাদক শেইখ তামিম, কমনরুম সম্পাদক সাব্বির হোসাইন ফেরদৌস, সহকারী সম্পাদক মেহরাব হোসাইন মানিক, ক্রীড়া সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সহকারী সম্পাদক মোঃ শাকিল আহমেদ এবং সাংস্কৃতিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন দায়িত্ব পেয়েছেন।
এ সময় ছাত্রদলের জি এস প্রার্থী মাহমুদুল হাসান বলেন, বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন একটি প্রাণের দাবি। সেই ধারাবাহিকতায় রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাকসু শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্ল্যাটফর্ম, যেখানে তাদের সমস্যা নির্বাচিত প্রতিনিধি প্রশাসনের কাছে তুলে ধরে এবং সমাধানে ভূমিকা রাখে। সোহরাওয়ার্দী হলের জিএস পদপ্রার্থী হিসেবে আমি বলতে চাই শিক্ষার্থীদের পবিত্র আমানত তাদের ভোট। আপনারা যদি আমাকে সেই আস্থা দিয়ে নির্বাচিত করেন, তবে শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে আমি সর্বদা পাশে থাকব।
এসম মো: নাহিদুজ্জামান(ভিপি) পদ প্রার্থী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) শিক্ষার্থীদের বহু আকাঙ্ক্ষিত একটি গণতান্ত্রিক প্ল্যাটফর্ম এবং তাদের ন্যায্য দাবি আদায়ের অন্যতম মাধ্যম। আসন্ন রাকসু নির্বাচনে আমি হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার যথার্থ প্রতিফলন ঘটাতে চাই। আমাদের ইশতেহার শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই প্রণয়ন করা হবে এবং আমরা শুধুমাত্র শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার রক্ষার্থেই কাজ করব।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: