ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে চরম ব্যর্থতার অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আবিদুল ইসলাম খান অভিযোগ করে বলেন, “আমরা যখন বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়েছি, আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমাদের সময় নষ্ট করা হয়েছে।”
তিনি আরও বলেন, রোকেয়া হলের এক শিক্ষার্থী ভোট শেষে বের হয়ে এসে অভিযোগ করেন যে, তাদের দেওয়া ব্যালট পেপারে আগে থেকেই সাদিক কায়েম ও এস এম ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া ছিল। একই ধরনের ঘটনা অমর একুশে হল কেন্দ্রেও ঘটেছে বলে জানান তিনি।
ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, “পরে আমি চিফ রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে অনুসন্ধান করতে গেলে তারা জানান—এটা কীভাবে হয়েছে তারা জানেন না। দুইটা কেন্দ্রে যেহেতু প্রমাণ পেয়েছি, সেহেতু অন্য জায়গাতেও হতে পারে। আমরা জানি না কত ব্যালটে এভাবে আগে থেকে চিহ্ন দেওয়া ছিল, তবে দুইটি কেন্দ্রে প্রমাণ পাওয়ায় আশঙ্কা করছি—আগে থেকেই ব্যালটে চিহ্ন দিয়ে ব্যালট বক্স ভরে রাখা হয়েছে।”
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: