[email protected] বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
২৬ ভাদ্র ১৪৩২

পরাজিত হলেও ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার আবিদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৫

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পরাজিত হলেও নিজের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার করেছেন ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. আবিদুল ইসলাম খান।

মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েমের কাছে পরাজিত হওয়ার পর বুধবার (১০ সেপ্টেম্বর) ফেসবুক পোস্টে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

আবিদ তার পোস্টে বলেন, ভোটের দিন থেকেই তিনি নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন। প্রশাসনের কাছে এসব অনিয়মের তদন্ত ও যথাযথ পদক্ষেপের প্রত্যাশা করেন তিনি।

নিজের সীমাবদ্ধতা স্বীকার করে আবিদ শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, মাত্র ২০ দিনের প্রচারণায় তিনি চেষ্টা করেছেন সবার কাছে পৌঁছাতে। যদিও পুরোপুরি তা সম্ভব হয়নি, তবুও শিক্ষার্থীদের ভালোবাসা ও সমর্থন তাকে অনুপ্রাণিত করেছে।

পরাজয়ের পরও সহপাঠীদের আশ্বস্ত করে তিনি বলেন, “আমার যাত্রা এখানেই শেষ নয়। আমি এখনো ছাত্রদলের একজন কর্মী। নির্বাচনী ইশতেহারে যা কিছু ছিল, তা বাস্তবায়নে প্রশাসনের কাছে দাবি জানিয়ে যাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আমরা আনব।”

পোস্টের শেষদিকে আবিদ শিক্ষার্থীদের কখনো ছেড়ে যাবেন না বলে প্রতিশ্রুতি দেন এবং মার্টিন লুথার কিং জুনিয়রের উক্তি উল্লেখ করেন— “আমাদের অবশ্যই সীমিত হতাশাকে মেনে নিতে হবে, কিন্তু কখনই অসীম আশা হারানো যাবে না।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর