[email protected] বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
২৬ ভাদ্র ১৪৩২

জীবন দিয়ে লড়ে যেতে হবে, একটু বিশ্রাম নিয়ে নেন: মেঘমল্লার বসু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ছিলেন মেঘমল্লার বসু।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঘোষিত চূড়ান্ত ফলাফলে তিনি ৪ হাজার ৯৪৯ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন। ফল ঘোষণার কয়েক ঘণ্টা পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাসে নিজের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

স্ট্যাটাসে মেঘমল্লার লেখেন, “পোস্ট-আইডিয়োলজি বলে কিছু নেই। এগুলো গর্দানকে তলোয়ারের সঙ্গে মিটিংয়ে বসানোর ধান্দা। প্রতিক্রিয়ার বিরুদ্ধে দাঁড়াতে হবে প্রগতির শক্তি নিয়ে। এই প্রবল প্রতিক্রিয়ার তোড়ে ভেসে গেছে যত পাঁচ-মিশালী শক্তি।”

তিনি উল্লেখ করেন, একমাত্র অশিবির প্রার্থী হেমা চাকমা জিতেছেন যাবতীয় অপপ্রচারের পরও। আর নিজে প্রায় ৫ হাজার ভোট পেয়েছেন ধারাবাহিক আক্রমণ সত্ত্বেও।

মেঘমল্লারের দাবি, বাগছাস, নতুন স্বতন্ত্র জোট এমনকি ছাত্রদলও বড় রিসোর্স ও কৌশল থাকা সত্ত্বেও ভরাডুবি করেছে। তার মতে, বামপন্থিদের শক্তিশালী সংগঠন থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।

ভবিষ্যতের লড়াইয়ের দিকনির্দেশনা দিয়ে তিনি লিখেন, “মানুষকে সঠিক বিকল্প ভিশন দিন, চ্যালেঞ্জ করুন। শত্রুর সামনে দৃঢ় আর মানুষের সামনে বিনয়ী থাকুন। অপমান, অত্যাচার, নিগ্রহ সহ্য করুনএগুলোই আস্থার পুঁজি হবে। ভোরের আগে রাত সবচেয়ে অন্ধকার হয়।”

ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে তিনি যোগ করেন, “১৯৪৮ সালে কমিউনিস্ট দেখলে মানুষ পুলিশে দিত। কিন্তু বিশ বছর পর তাদের নেতৃত্বেই বাংলাদেশ হয়েছে। কোনো শর্টকাট নেই। জীবন দিয়ে লড়াই চালিয়ে যেতে হবে।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর