জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব করায় ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
‘জাকসু নির্বাচন ও সময় জ্ঞানহীন প্রশাসন’ শিরোনামের ওই স্ট্যাটাসে জাহিদুল ইসলাম লিখেছেন, বিশ্ববিদ্যালয় মানেই ক্রিয়েটিভ ও ইনোভেটিভ আইডিয়া জেনারেট হওয়া। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীলরা সময় ও ব্যবস্থাপনা জ্ঞানে কতটা পিছিয়ে আছেন, তা জাকসু নির্বাচন প্রমাণ করেছে।
তিনি আরও লিখেছেন, “পুরো দুনিয়া সেকেন্ড হিসেব করে পথচলায়। আর আমরা দিন-মাস হিসাব করি। কী পরিমাণ প্রোডাক্টিভ সময় নষ্ট করছি, তার হিসেব কে দেবে? তাহলে কীভাবে আমরা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকব?”
শিবির সভাপতি বলেন, “দলকানা, নিম্নমানের ব্যবস্থাপনা জ্ঞান ও সময় জ্ঞানহীন শিক্ষক-প্রশাসন দ্বারা কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না, চলতে দেওয়া হবে না।”
প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে ২৪ ঘণ্টা আগে। তবে এখনো ভোট গণনা শেষ হয়নি এবং কবে ফলাফল ঘোষণা করা হবে, তাও জানা যায়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও প্রার্থীরা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: