ব্র্যাক ব্যাংকের উদ্যোগে ‘অপরাজেয় তারা বৃত্তি’ কর্মসূচির আওতায় বৃত্তিপ্রাপ্ত নারী শিক্ষার্থীদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) প্রশাসন ও ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে যেতে উৎসাহিত করেন এবং উচ্চশিক্ষায় সফলতা অর্জনের জন্য শুভকামনা জানান। মতবিনিময় সভাতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক পর্যায়ে অধ্যয়নরত বৃত্তিপ্রাপ্ত নারী শিক্ষার্থীগণ অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ। এছাড়া ফিশারীজ বিভাগের প্রফেসর ফৌজিয়া এদিব ফ্লোরা, অফিস অব দি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ব্র্যাক ব্যাংক পিএলসি’র মানব সম্পদ উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শাহানা শারমিন সুমি, সিএসআর প্রধান শফিকুর রহমান ভূইয়া, সহযোগী ব্যবস্থাপক সাথী খাতুন ও প্রোগ্রাম অফিসার হানা আনব্রিন বক্তব্য রাখেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: