[email protected] মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
৩১ ভাদ্র ১৪৩২

রাকসু নির্বাচন ২০২৫: সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৬

সংগৃহিত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২০২৫-এ অংশ নিচ্ছে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’।

‘স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে, আমাদের যাত্রা অপ্রতিরোধ্য’— এই শ্লোগানকে সামনে রেখে প্যানেলটি সোমবার তাদের প্রার্থী তালিকা ও ব্যালট নম্বর প্রকাশ করেছে।

প্যানেলটি সোমবার তাদের প্রার্থী ও ব্যালট নম্বর ঘোষণা করেছে।
প্রধান পদে প্রার্থীরা হলেন—
সহ-সভাপতি (ভিপি): মোস্তাকুর রহমান জাহিদ, ব্যালট নং ০৪
সাধারণ সম্পাদক (জিএস): ফজলে রাব্বি মোঃ ফাহিম রেজা, ব্যালট নং ১০
সহকারী সাধারণ সম্পাদক (এজিএস): এস. এম. সালমান সাব্বির, ব্যালট নং ১৫

বিভিন্ন সম্পাদক পদে প্রার্থী:
ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক: হামিদূল্লাহ নাঈম (০৭)
সহকারী ক্রীড়া সম্পাদক: আবু সাঈদ মুহাম্মাদ নুন (সামি) (০৬)
সংস্কৃতি সম্পাদক: জায়িদ হাসান জোহা (০৫)
সহকারী সংস্কৃতি সম্পাদক: মোঃ রাকিবুল ইসলাম (০৯)
মহিলা বিষয়ক সম্পাদক: সাইয়িদা হাফছা (০৩)
সহকারী মহিলা সম্পাদক: সামিয়া জাহান (০২)
তথ্য ও গবেষণা সম্পাদক: বি.এম. নাজমুছ সাকিব (০৪)
সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক: সিফাত আবু সালেহ (০৫)
মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: মোঃ মুজাহিদ ইসলাম (০৩)
সহকারী মিডিয়া সম্পাদক: আসাদুল্লাহ গালিব (০৯)
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মোঃ হাচান হাওলাদার (০২)
সহকারী বিজ্ঞান সম্পাদক: মুজাহিদুল ইসলাম সাঈম (০৬)
বিতর্ক ও সাহিত্য সম্পাদক: ইমরান লস্কর (০১)
সহকারী বিতর্ক সম্পাদক: মোঃ নয়ন হোসেন (০৩)
পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক: আবদুল্লাহ আল মাসুদ (০১)
সহকারী পরিবেশ সম্পাদক: মাসুমা ইসরাত মুমু (০৯)

নির্বাহী সদস্য পদে প্রার্থী:
মো দীপ মাহবুব (৪৪)
সুজন চন্দ্র (৪৬)
মোঃ ইমজিয়াউল হক কামালি (৪৭)
এ বি এম খালেদ (৩৭)

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর