[email protected] মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
১ আশ্বিন ১৪৩২

ডাকসু ও হল সংসদে নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি

জাহিদুর রহমান

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৫

সংগৃহিত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের জন্য এ আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার সভাপতি ও রাজউকের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. নূরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আতাউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. এ. এন. এম. হামিদুল কবির; বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা প্রফেসর ড. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা'র সভাপতি, জনাব আব্দুল্লাহ আল মামুন।

এছাড়াও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব মো. দেলোয়ার হোসেন।

বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের কৃতি শিক্ষার্থীরা ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে জেলার গৌরব বৃদ্ধি করেছে। এ অর্জন শুধু শিক্ষার্থীদের নয়, বরং গোটা জেলার মর্যাদাকেও উজ্জ্বল করেছে। ভবিষ্যতেও তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনা, শিক্ষার্থীদের সম্মাননা এবং অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর