রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব (আরইউএসসি) এর উদ্যোগে “১১তম ফ্রেশার্স রিসেপশন ২০২৫” অনুষ্ঠিত হয়। যেখানে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে নবীনদের বিজ্ঞানচর্চা, সৃজনশীলতা ও উদ্ভাবনে অনুপ্রাণিত করার প্রাণময় পরিবেশ সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫)বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র(টিএসসিসি)তে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সূচনা হয় সায়েন্স অলিম্পিয়াড প্রতিযোগিতার মধ্য দিয়ে। অ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় আইকিউ টেস্ট। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। বিকেল ৫টায় শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব। এ আয়োজনে আইটি পার্টনার হিসেবে ছিল এনএসএম লিমিটেড, স্ন্যাকস পার্টনার চারু আড্ডা, কালচারাল পার্টনার তীর্থক নাটক এবং এঙ্গেজমেন্ট পার্টনার আরইউ ইনসাইডার।
অনুষ্ঠানে প্রধান অতিথি পদার্থবিজ্ঞান বিভাগের এমিরিটাস অধ্যাপক ড. এ. কে. এম. আজহারুল ইসলাম নবীনদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন হলো সম্ভাবনার নতুন দিগন্ত। বিজ্ঞানমনস্ক ও গবেষণামুখী কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ শিক্ষার্থীদের ভবিষ্যৎকে সমৃদ্ধ করবে।
বিশেষ অতিথি অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক সরকার নবীনদের উদ্দেশ্যে বলেন,তোমরা জ্ঞানের আলো ও সৃজনশীলতা দিয়ে সমাজকে আলোকিত করবে এই প্রত্যাশায় নতুন পথচলার জন্য শুভকামনা।
ক্লাবের সভাপতি শেখ সৈকত বলেন, নবীনদের আন্তরিক শুভেচ্ছা। আরইউএসসি সবসময়ই শিক্ষার্থীদের বৈজ্ঞানিক চিন্তাধারার বিকাশে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা বিভিন্ন গবেষণাধর্মী ও সৃজনশীল কার্যক্রম আয়োজনের মাধ্যমে এই ধারা অব্যাহত রাখবো।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল 'ক্যারিয়ার টক'সেশন। এতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ আপস্কিল নেটওয়ার্কের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক এবং স্টার্টআপ রাজশাহীর সহ-প্রতিষ্ঠাতা মাহির আশেফ। তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও উদ্ভাবনী চিন্তাভাবনা নিয়ে অনুপ্রেরণা ও পরামর্শ প্রদান করেন।
পুরো আয়োজন জুড়ে ছিল নবীন বরণ, সায়েন্স অলিম্পিয়াড, আইকিউ কম্পিটিশন, পুরস্কার প্রদান, ক্যারিয়ার টক, সায়েন্স শো, নৃত্য-সঙ্গীতসহ নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনা।
উল্লেখ্য যে, প্রায় পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও অতিথির অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠান নবীনদের বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার প্রাণময় এক মিলনমেলায় পরিণত হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: