চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ ও জমার সময়সীমা আরও দুইদিন বাড়ানোর আবেদন জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে লিখিতভাবে এ আবেদনপত্র জমা দেন।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, সম্প্রতি গ্রামবাসীর হামলায় আহত হয়ে অনেক শিক্ষার্থী এখনও গ্রামের বাড়িতে অবস্থান করছে। এছাড়া বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা চলায় নির্ধারিত সময়ে অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারেনি। এ কারণে মনোনয়ন ফরম বিতরণ ও জমার সময়সীমা আরও দুইদিন বাড়ানো হলে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য তা সহায়ক হবে।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন সাংবাদিকদের বলেন, “আমরা কমিশনের সদস্যদের নিয়ে মিটিং করছি। আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে।”
প্রসঙ্গত, মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টা পর্যন্ত। তবে কমিশন সময় বাড়িয়ে রাত পর্যন্ত ফরম বিতরণ করে। আর মনোনয়ন জমাদানের শেষ সময় আজ বুধবার (১৭ সেপ্টেম্বর)।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: