[email protected] শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২

৪৭তম বিসিএস পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য ১০ টি বাস সরবরাহের দাবি ছাত্রশিবিরের

আবু বকর সৈকত

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৮

ছবি- আলোকিত গৌড়

আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিপুল সংখ্যক শিক্ষার্থী শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যাবেন।

কিন্তু শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মাত্র দুটি বাসের ব্যবস্থা রাখা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে দাবি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। এবং ৪৭তম বিসিএস পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য কমপক্ষে ১০ টি বাস সরবরাহের দাবি করেন তারা

এ বিষয়ে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের নিকট স্মারক লিপি প্রদান করে ইসলামি ছাত্রশিবিরের নেতা কর্মীরা

স্মারক লিপিতে সংগঠনটি উল্লেখ করে, বিসিএস দেশের সর্বাধিক কাঙ্ক্ষিত ও গুরুত্বপূর্ণ পরীক্ষা। তাই পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে চাপমুক্ত অবস্থায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো অত্যন্ত জরুরি। অথচ পর্যাপ্ত পরিবহন না থাকায় শিক্ষার্থীরা মারাত্মক ভোগান্তির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।
তারা উপাচার্যের নিকট দুটি দাবি উত্থাপন করে,শিক্ষার্থীর সংখ্যার সাথে সামঞ্জস্য রেখে অন্তত ১০টি বাসের ব্যবস্থা করা।এবং নির্দিষ্ট সময়সূচি ও নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার্থীদের যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা রাখা।

ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে ইসলামী ছাত্রশিবির সবসময় বদ্ধপরিকর। আমরা মনে করি, শিক্ষার পরিবেশকে শিক্ষার্থীবান্ধব করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়; বরং এটি একটি আমানত, যা সঠিকভাবে পালন করা জরুরি।

তিনি আরো বলেন, পরীক্ষার্থীরা যেন কোনো প্রকার ভোগান্তি ছাড়া নিরাপদে ও সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারে-এটি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব এবং আমরা প্রত্যাশা করি, মাননীয় উপাচার্য শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব কার্যক্রমের ধারা অব্যাহত রাখবেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর