[email protected] শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২

বিএনপি নেত্রী নিলুফার চৌধুরীর বক্তব্যে ছাত্রশিবিরের তীব্র নিন্দা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৬

সংগৃহিত ছবি

বুয়েট ছাত্র আবরার ফাহাদের হত্যার জন্য ছাত্রশিবিরকে দায়ী করে বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনির বক্তব্যকে ‘নির্লজ্জ মিথ্যাচার’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (২০ সেপ্টেম্বর) এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বিএনপির স্বনির্ভর-বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি দাবি করেন, “বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে শিবির হত্যা করেছে।” এ বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দেয় ছাত্রশিবির।

ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, “২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীরা নির্মম নির্যাতনের মাধ্যমে আবরার ফাহাদকে হত্যা করে। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার অপরাধে তাকে শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হয়, যা আদালতের রায় দ্বারা প্রমাণিত।”

বিবৃতিতে আরও বলা হয়, “দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনামলে ছাত্রলীগ ক্যাম্পাসে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নির্যাতন ও বিরোধী মত দমনের মতো অপরাধ চালিয়ে এসেছে। অথচ বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি ছাত্রশিবিরকে দোষারোপ করে আওয়ামী লীগ-ছাত্রলীগকে দায়মুক্ত করার চেষ্টা করেছেন।”

ছাত্রশিবির অভিযোগ করে জানায়, বিগত ১৬ বছরে সংগঠনের ১০১ জন নেতাকর্মীকে হত্যা, ২০ হাজার মামলায় গ্রেফতার ও অসংখ্য জনশক্তিকে নির্যাতনে পঙ্গু করা হয়েছে। এখনও সাতজন কর্মী গুম অবস্থায় রয়েছেন।

বিবৃতিতে বলা হয়, “আমরা নিলুফার চৌধুরী মনির বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে এই অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যথায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর