রাজশাহী কলেজ প্রশাসনের সহায়তায় ঈদ-ই- মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামিক কালচারাল ফোরাম (আইসিএফ)।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে রাজশাহী কলেজ মিলনায়তনে উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মো. আতোয়ার রহমান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ উপাধ্যক্ষ ড. মোঃ ইব্রাহিম আলী ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড.মো. সেরাজ উদ্দীন।এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে ঈদ-ই মিলাদুন্নবী এর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন মুখ্য আলোচক অধ্যাপক ড. মো. আতোয়ার রহমান।
আলোচনার প্রেক্ষিতে তিনি বলেন,"আল্লাহ এবং রাসুল (সাঃ)কে ভালবাসলে ইহকাল- পরকালের জীবন হবে সুশৃঙ্খল ও সুন্দর। জীবনে সফল হওয়ার জন্য ইসলামি শরিয়ত অনুযায়ী জীবন গড়তে হবে,যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে হলে ইসলামি শরিয়ত মোতাবেক জীবন গড়ার কোনো বিকল্প নেই। আল-কুরআনের শিক্ষা ও নবীর (সাঃ) জীবনকাহিনীর দর্শন আলোচনার মাধ্যমে তিনি জীবনের প্রতিটি পদক্ষেপে চলার দিকসমূহ আলোচনা করেন।
এছাড়াও যুব সমাজের ইসলামিক জীবন পরিচালনার ব্যপারে তিনি বলেন, আল্লাহ কে ভয় করে চলতে হবে,আখিরাত কে ভয় পেতে হবে। নিয়মিত নামাজ আদায় করতে হবে। শয়তানের প্ররোচনা থেকে মুক্ত থাকতে হবে। যুবক দের ইসলামি শরীয়ত মেনে ক্যারিয়ার ও জীবন গড়ার জন্য তিনি আহবান জানান।
তিনি আরও বলেন,জীবনযাপন হতে হবে শৃঙ্খলাপূর্ণ। যুবক -যুবতীদের আমলনামা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই যৌবনকালের এই সময়টাতে শরীয়ত মেনে নিজেকে হেফাজত করে চলতে হবে। বর্তমান যুবসমাজের যে নৈতিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে, তা ঠেকাতে যুবসনাজকে সচেতন হতে হবে। নিজেদের চরিত্র গঠন করতে হবে এমনভাবে যেন এই যুবসমাজ যুবসম্পদে পরিণত হতে পারে।
উক্ত আয়োজন সম্পর্কে প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে এই আয়োজন টির প্রধান উদ্দেশ্য হলো আমাদের শিক্ষার্থীদের প্রতি ইসলামের বার্তা পৌঁছে দেয়া। আমাদের যে ইসলামের সংস্কৃতি রয়েছে,সেই অনুযায়ী আমাদের বর্তমান যুবসমাজের চর্চা হোক। বিদ্বেষ, হিংসা, পাপকাজগুলো থেকে আমরা বিরত থাকি।আমরা আজ এই অনুষ্ঠান থেকে আমরা যা শিখলাম তা যদি জীবনে প্রয়োগ করতে পারি তাহলে এই প্রোগ্রামটি সার্থকতা লাভ করবে।
অতিথিবৃন্দের আসন গ্রহণের পর মহাগ্রন্থ আল-কুরআন মাজীদ থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও আইসিএফ এর উপদেষ্টা জনাব মুহাম্মদ আব্দুর রাকিব। এরপর একটি নাত পরিবশনার পর শুরু হয় আলোচনা সভা।আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে সভাপতির বক্তব্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: