রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন উপলক্ষ্যে ২৪ ও ২৫ সেপ্টেম্বর দুদিন বন্ধ ঘোষণা করে প্রশাসন। তবে রাকসু নির্বাচন পেচানোয় তা বাতিল করেছে প্রশাসন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তিত হওয়ায় আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বরের ছুটি বাতিল করা হলো।
এ বিষয়ে জনসংযোগ প্রশাসক আখতার হোসেন মজুমদার বলেন, প্রশাসন ২৪ ও ২৫ তারিখ যে ছুটির ঘোষণা দিয়েছিল রাকসু নির্বাচন পেছানো তা বাতিল হওয়াই স্বাভাবিক।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: