[email protected] শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

বরেন্দ্র গবেষণা জাদুঘরের ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো: ইয়াজ উদ্দীন আহম্মেদ

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৮

ছবি- আলোকিত গৌড়

রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরের ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় বরেন্দ্র গবেষণা জাদুঘরের সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক প্রফেসর ড. কাজী মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফোসর ড. সালেহ হাসান নকীব ও মূখ্য আলোচক হিসেবে জাদুঘরটি নিয়ে বিশদ আলোচনা করেন বিশিষ্ট সমাজকর্মী ওয়ালিউর রহমান বাবু।

বরেন্দ্র গবেষণা জাদুঘরের উপ-গ্রন্থাগারিক আসলাম রেজার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, জাদুঘরের সকল কর্মকর্তা-কর্মচারী, গবেষক, ইতিহাস-অনুরাগী, শিক্ষার্থীসহ অন্যান্যরা।

উল্লেখ্য, বরেন্দ্র গবেষণা জাদুঘর, দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক প্রতিষ্ঠান, ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এই জাদুঘরটি বাংলার বরেন্দ্র অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এখানে সংরক্ষিত রয়েছে প্রাচীন ভাস্কর্য, শিলালিপি, মুদ্রা, পাণ্ডুলিপি ও অন্যানা দুর্লভ নিদর্শন, যা বাংলার ঐতিহ্যের সাক্ষ্য বহন করে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর