[email protected] রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

রাজশাহীতে বাস-ট্রাক সংঘর্ষে একজন নিহত, আহত ৬

মো: ইয়াজ উদ্দীন আহম্মেদ

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪১

ছবি- আলোকিত গৌড়

রাজশাহীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ছয়জন। শনিবার বিকেল ৫টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে পবা উপজেলার নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় যাত্রীবাহী বাসটি সড়কে উল্টে যায়।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে, ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা সাতজনকে উদ্ধার করে হাসপাতালে আনেন। এরমধ্যে মো. কাজল (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। বাকিরা চিকিৎসাধীন।

পুলিশ বক্স জানিয়েছে, কাজল বাসযাত্রী ছিলেন- শুধু এটুকুই জানা গেছে। তার ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পবার স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি রাজশাহীর দিকে যাচ্ছিল। আর ট্রাক যাচ্ছিল নওগাঁর দিকে। বিকেল ৫টা ১৫ মিনিটে তারা দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারে যান।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ফোন না ধরার কারণে পুলিশের পক্ষ থেকে বক্তব্য পাওয়া যায়নি

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর