চার দিনের ভোগান্তি শেষে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বাস ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিকরা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে স্বাভাবিকভাবে বাস চলাচল শুরু হবে। ইতোমধ্যে খুলে দেওয়া হয়েছে সব কাউন্টার।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন বিষয়টি নিশ্চিত করে জানান, “আজ দুপুরে শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিকেল থেকে বাস চলবে। শ্রমিকরা কাউন্টার খোলার নির্দেশ দিয়েছে, আমরা খুলে দিয়েছি। তারা সময়মতো এলে বাস ছেড়ে যাবে।”
উল্লেখ্য, গত শুক্রবার রাত থেকে শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে পূর্বঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ রাখেন মালিকরা। এতে টানা চার দিন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পূজার ছুটির ভিড়ের মধ্যেই আকস্মিক ধর্মঘটে তাদের ভোগান্তি আরও বাড়ে।
তবে একতা ট্রান্সপোর্টের বাস এ সময় স্বাভাবিকভাবে রাজশাহী-ঢাকা রুটে চলাচল করেছে বলে জানা গেছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: