দুর্গাপূজার ছুটিতে ফাঁকা হয়ে পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস। বন্ধ রয়েছে ডাইনিং, ক্যান্টিন ও হোটেলগুলোও। এতে খাদ্য সংকটে পড়েছে ক্যাম্পাসের কুকুর-বিড়ালসহ বিভিন্ন পশুপাখি। এমন পরিস্থিতিতে ক্ষুধার্ত প্রাণীদের পাশে দাঁড়িয়েছে রাকসু নির্বাচনে অংশ নেওয়া ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল।
গত চার দিন ধরে তারা রান্না করা খাবার সরবরাহ করছেন এসব প্রাণীর জন্য। খাবারের মধ্যে রয়েছে ভাত, খিচুড়ি, মাংস, বিস্কুটসহ নানা পুষ্টিকর খাদ্য। একই সঙ্গে অসুস্থ ও আহত প্রাণীদের জন্য ওষুধ ও চিকিৎসার ব্যবস্থাও করছেন তারা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় জিমনেসিয়ামের সামনে কুকুর-বিড়ালকে খাবার খাওয়াতে দেখা যায় প্যানেলের বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মাসুম বিল্লাহকে। তিনি বলেন,
“ক্যাম্পাস বন্ধ থাকায় পশুপাখিগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। আমরা গত চার দিন ধরে তাদের পাশে আছি। ক্যাম্পাস না খোলা পর্যন্ত এ কার্যক্রম চলবে।”
প্যানেলের পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদপ্রার্থী মো. আর-রাফি জানান, এই উদ্যোগ তার নির্বাচনী ইশতেহারের অংশ। তিনি বলেন,
“নির্বাচিত হলে ডাইনিং-ক্যান্টিন মালিকদের উচ্ছিষ্ট খাবার বিক্রি না করে পশুপাখিদের দেওয়ার ব্যবস্থা নেব।”
ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দীন আবীর বলেন,
“ক্যাম্পাস বন্ধ হওয়ার পর থেকেই কুকুর-বিড়ালগুলো কোনো উচ্ছিষ্ট খাবার পাচ্ছে না। তাই আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। তারাও আমাদের সমাজের অংশ।”
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী জানান, এটি কোনো প্রশংসা পাওয়ার জন্য নয়; মানবিক সংগঠন হিসেবে ছাত্রদলের পক্ষ থেকে নেওয়া উদ্যোগ। তিনি সবাইকে ক্ষুধার্ত প্রাণীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: