[email protected] শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
১৭ আশ্বিন ১৪৩২

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

মো: ইয়াজ উদ্দীন আহম্মেদ

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫, ২১:২৮

ছবি- আলোকিত গৌড়

ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনে গণহত্যা ও উচ্ছেদের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে নগরীর জিরোপয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে বাটার মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, মানবাধিকারকর্মীদের ওপর হামলা মানবাধিকারের প্রতি বড় প্রশ্ন তুলে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

ফিলিস্তিনমুখী প্রাণবাহী জাহাজকে অবিলম্বে প্রবেশের অনুমতি দিতে হবে। পাশাপাশি জাতিসংঘ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে কার্যকর ভূমিকা রাখতে হবে।

রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজির বলেন, বারবার ফিলিস্তিনে হামলা চালিয়ে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

আমরা একটি স্বাধীন ফিলিস্তিন দেখতে চাই। জাতিসংঘকে দ্রুত ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করতে হবে এবং মানবতা রক্ষায় ভূমিকা রাখতে হবে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকির রহমান জাহিদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মুজাহিদ ফয়সাল। এছাড়া রাজশাহী পূর্ব জেলা ছাত্রশিবিরের সভাপতি রুবেল আহমেদ, মহানগর সেক্রেটারি ইমরান নাজিরসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর