[email protected] সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২

রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

মো: ইয়াজ উদ্দীন আহম্মেদ

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ১৭:১১

ছবি- আলোকিত গৌড়

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী নভোথিয়েটারের সভাকক্ষে জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা এ আয়োজন করে।

এতে দেশের ২৫টি জেলার প্রতিবন্ধী উন্নয়নমূলক সংগঠনের ১০২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রথম অধিবেশনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক যোবায়ের হোসেন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব।

বক্তারা বলেন, ২০১৩ সালের ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন’ এবং সংশ্লিষ্ট নীতিমালা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি সরকারি ভূমি বরাদ্দ, ওএমএস এবং টিসিবির পণ্য বিতরণে প্রতিবন্ধীদের অগ্রাধিকার নিশ্চিত করা প্রয়োজন।

দ্বিতীয় অধিবেশনে অংশগ্রহণকারী সংগঠনগুলো তাদের আগামী দিনের লক্ষ্য ও কর্মপরিকল্পনা নির্ধারণ করে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর