[email protected] সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২

ইন্টারনেট আসক্তিতে বাড়ছে তরুণদের মানসিক চাপ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ১৭:৫২

ফাইল ছবি

রংপুরের কাউনিয়ার তরুণ আসিফ আলী (২০) অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন। হতাশায় কীটনাশক পান করে মৃত্যুবরণ করেন তিনি। এমন ঘটনা এখন বিচ্ছিন্ন নয়—পরীক্ষায় ব্যর্থতা, সামাজিক চাপ, প্রেমে ব্যর্থতা ও পারিবারিক অশান্তিতে অনেক তরুণ-তরুণী মানসিকভাবে ভেঙে পড়ছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেট আসক্তি, পড়াশোনার চাপ ও পারিবারিক বন্ধনের অভাব তরুণদের মানসিক স্বাস্থ্যকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে। আঁচল ফাউন্ডেশনের এক জরিপে দেখা যায়, ৮৬ শতাংশ শিক্ষার্থীর মানসিক অবসাদের কারণ ইন্টারনেট। তাদের মধ্যে অনেকেই সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন, কেউ কেউ হতাশাগ্রস্ত হয়ে আত্মহননের পথও বেছে নিচ্ছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের প্রধান ডা. মো. আব্দুল মতিন বলেন, “পড়াশোনার প্রতিযোগিতা, বেকারত্ব, রাত জাগা, পারিবারিক দূরত্ব ও ইন্টারনেট আসক্তি তরুণদের বিপথগামী করছে।” তিনি পরামর্শ দেন, সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ ও সময় দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।

সুজন রংপুর মহানগর সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু বলেন, “তরুণদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে।”

বিশেষজ্ঞরা মনে করেন, এখনই সমন্বিত উদ্যোগ না নিলে তরুণ প্রজন্মের মানসিক সঙ্কট আরও গভীর হতে পারে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর