বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিএমডিএ’র জিমনেসিয়াম হলরুমে গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জোন অফিসের ৪০ জন কর্মকর্তা ও কর্মচারী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিএমডিএ’র পেশ ইমাম।
প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি ছিলেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব মো. তরিকুল আলম। কোর্স পরিচালনা করেন বিএমডিএ’র গবেষণা ও প্রশিক্ষণ শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জিন্নুরাইন খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শামসুল হোদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. সিকান্দার আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: