[email protected] মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
২৯ আশ্বিন ১৪৩২

চলতি বছর রংপুর রিজিয়নে বিজিবির অভিযানে ৬০ কোটি টাকার পণ্য জব্দ ও ৫০১ জন আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ২৩:৩৩

ছবি- আলোকিত গৌড়

রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলতি বছরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত অভিযানে প্রায় ৬০ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এসব অভিযানে ৫০১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, রংপুর রিজিয়নের আওতাধীন ১,৬৬০ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক দমনে নিরলসভাবে কাজ করছে।
এ বছর ফেন্সিডিল, হেরোইন, কোকেন, ইয়াবা, গাঁজা, মদসহ বিপুল মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। এছাড়া ১ হাজার ৪৫৭টি গরু, ৬৬৪টি মহিষ, কষ্টিপাথর, স্বর্ণ, পোশাক, চিনি, মোটরসাইকেলসহ নানা পণ্য জব্দ করা হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর