রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে। সকাল থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত গুরুতর কোনো অভিযোগ ওঠেনি। তবে একটি কেন্দ্রে ছাত্রদল সমর্থিত প্যানেলের পোলিং এজেন্টদের ছবিসহ ভোটার তালিকা দেখতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টার পর বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী শেখ নুর উদ্দিন আবীর।
কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো। তবে জুবেরী ভবনে দায়িত্ব পালন করা আমাদের পোলিং এজেন্টরা জানিয়েছেন, তাদের ছবিসহ ভোটার তালিকা দেখতে বাধা দেওয়া হচ্ছে। অথচ আমাদের জানানো হয়েছিল, রিটার্নিং কর্মকর্তা ও পোলিং এজেন্টরা তালিকা দেখতে পারবেন। বিষয়টি আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি, তিনি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।”
তিনি আরও বলেন, “আমি এখনো আশাবাদী—সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন সম্পন্ন হবে। আমরা রাবিয়ানরা নিজেদের প্রতিনিধি নিজেদের ভোটেই নির্বাচিত করবো। কোনো ইঞ্জিনিয়ারিং হবে না বলেই আশা করছি।”
ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবীর বলেন, “নির্বাচন ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও যদি কোনো প্রার্থী ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ করানোর চেষ্টা করে, শিক্ষার্থীরা তা মেনে নেবে না এবং প্রতিহত করবে।”
ভোট প্রদানের পূর্বে ক্যাম্পাসে প্রবেশ করে তিনি আরও বলেন, “ডাকসু ও চাকসুর প্রভাব রাবিতে পড়বে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাধীনভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।”
এবারের রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ৩৯ দশমিক ১ শতাংশ এবং পুরুষ ভোটার ৬০ দশমিক ৯ শতাংশ। মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮৬০ জন প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় রাকসুর ২৩ পদে ৩০৫ জন, সিনেটের ৫ পদে ৫৮ জন এবং ১৭টি হল সংসদের ২৫৫ পদে ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: