[email protected] বুধবার, ২২ অক্টোবর ২০২৫
৭ কার্তিক ১৪৩২

পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে রাজশাহী কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

মো: ইয়াজ উদ্দীন আহম্মেদ

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ২০:২৮

ছবি- আলোকিত গৌড়

রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে পবিত্র আল-কুরআন অবমাননা ও রাসুলুল্লাহ হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি কটুক্তির প্রতিবাদে "কুরআনের মর্যাদা ও গুরুত্ব" শীর্ষক আলোচনা সভা ও কুরআন বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১ টায় অনুষ্ঠানটি কলেজ ক্যাম্পাসের কেন্দ্রস্থলে অবস্থিত রজনীকান্ত মঞ্চসংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে মাওলানা আব্দুল্লাহ সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুর রকিব, আরবি ও ইসলাম শিক্ষা বিভাগ। তিনি বলেন, রাসুল (সা.)-এর আদর্শ মানবজাতির জন্য সর্বোত্তম পথপ্রদর্শক। আমাদের উচিত সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে শান্তি, সহমর্মিতা ও ন্যায়ের আলো ছড়িয়ে দেওয়া।

তিনি কুরআন ও রাসুল (সা.)-এর অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এছাড়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নূর মোহাম্মদ, পরিচালক ও শায়খুল হাদীস, জামিয়া ইসলামিয়া কাসেমী মাদ্রাসা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আতিকুর রহমান পরিচালক,আবেদ আলী মাদ্রাসা এবং মাওলানা আল-আমিন।

আলোচনায় বক্তারা কুরআন ও হাদীসের আলোকে ইসলামের মৌলিক শিক্ষা, রাসুলুল্লাহ (সা.)-এর মর্যাদা এবং ধর্ম, কুরআন, হাদীস ও রাসুল (সঃ) কটুক্তির শাস্তি সম্পর্কে আলোকপাত করেন। তাঁরা বলেন, শান্তিপূর্ণ উপায়ে সচেতনতা গড়ে তুলে সমাজ থেকে ইসলামবিদ্বেষমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি, রাষ্ট্রীয় পর্যায়েও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বক্তারা আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুরআন বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে বিনামূল্যে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর